Views Bangladesh Logo

আবারও জাতীয় পাটির কার্যালয়ে ভাঙচুর-আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই হামলা শুরু হয় এবং একপর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পরপরই কিছু লোক জাপার কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি ছিটানো ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও বিক্ষোভকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকার মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ আগস্টও মিছিল থেকে একদল বিক্ষোভকারী জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। সেই সময়ও পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ