শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ শনিবার (১৬ আগষ্ট)। দিনটি উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে শুভশক্তির জয় নিশ্চিত করেছেন তিনি। তার দর্শন ও মূল্যবোধ কেবল সনাতন ধর্মাবলম্বী নয়, সমগ্র মানবজাতির জন্য প্রেরণার উৎস।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি যখন ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় তিনি মহাবতার রূপে অবতীর্ণ হন।
প্রধান উপদেষ্টা তার বাণীতে আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। যুগ যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। অন্তর্বর্তী সরকার এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি নিয়েছে। সরকারি ছুটি থাকায় বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বেসরকারি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
আজ সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শ্রীশ্রী গীতাযজ্ঞ, বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে। মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। মিছিলটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৩টায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং উদ্বোধন করবেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, সরকার পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং তারা আশা করছেন শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে