বেক্সিমকোর বেল টাওয়ারসহ কারখানা-জমি নিলামে তুলল জনতা ব্যাংক
জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের প্রায় ২৪ হাজার কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। এর মধ্যে দুই প্রতিষ্ঠানের আড়াই হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে গ্রুপটির প্রধান কার্যালয় ‘বেল টাওয়ার’সহ কয়েকটি কারখানা ও জমি নিলামে তোলার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এ লক্ষ্যে গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধ না হওয়ায় বেল টাওয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে। এছাড়া বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের ১ হাজার ১৩৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়েও প্রতিষ্ঠানটির সম্পদ নিলামে তোলার কথা জানানো হয়।
এ ছাড়া গাজীপুরে বেক্সিমকোর ৩ হাজার ৫২৭ শতাংশ জমি ও কারখানা, আশুলিয়ায় ১৪৬ দশমিক ৬৫ শতাংশ এবং নারায়ণগঞ্জে ৪৪০ শতাংশ জমিও নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
এর আগে ২১ নভেম্বর জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান—ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের দুই ইউনিটের ১ হাজার ৭৫৫ কোটি টাকা, আরবান ফ্যাশনসের ৭২৪ কোটি এবং অ্যাপোলো অ্যাপারেলসের ৮১৬ কোটি টাকার ঋণ আদায়ে পৃথক নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ বিষয়ে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের বক্তব্য পাওয়া না গেলেও ব্যাংকের এক কর্মকর্তা জানান, ২০ নভেম্বর পরিচালনা পর্ষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকোর বিপুল পরিমাণ খেলাপি ঋণ পুনরুদ্ধারে এসব নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে।
উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান
বেক্সিমকো টেক্সটাইলের বন্ধ থাকা কারখানা লিজ নিতে আগ্রহী জাপান-বাংলাদেশি প্রতিষ্ঠান ‘রিভাইভাল’ ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসীদের সংগঠন ‘ইকোমিলি’ নিলাম ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে। তাদের দাবি, লিজ নিয়ে আলোচনা চলাকালে হঠাৎ সম্পদ ও মেশিনারিজ বিক্রির সিদ্ধান্ত উদ্বেগজনক। তারা জনতা ব্যাংককে নিলাম সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে