Views Bangladesh Logo

জনকণ্ঠ দখলের অভিযোগ, সম্পাদকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

দৈনিক জনকণ্ঠের সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা একটি সম্পাদকীয় বোর্ড গঠন করে পত্রিকা পরিচালনা করছেন একদল কর্মী। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে এই কর্মীরা জনকণ্ঠের নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি তারা পাঁচ দাবি নিয়ে আন্দোলনেও নেমেছেন।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে জনকণ্ঠ পত্রিকার ফেসবুক পেজে কালো রং এর ‘নিউজ কার্ড’ প্রকাশের অভিযোগ তুলে সম্পাদক শামীমা এ খানসহ ৪০ জনের বিরুদ্ধে রোববার (৩ আগস্ট) মামলা করেছেন পত্রিকাটির উপপ্রধান প্রতিবেদক ইস্রাফিল ফরাজি।

তবে জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান গণমাধ্যমে দাবি করেছেন, ‘ষড়যন্ত্র করে মব সৃষ্টি করে’ জনকণ্ঠ ভবন দখল করা হয়েছে।

আর এই ‘দখল ও ষড়যন্ত্রের’ জন্য গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান, পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজর জয়নাল আবেদীন শিশিরকে দায়ী করেছেন শামীমা।

প্রায় দশ বছর ডিজিএফআইয়ে কাজ করা আফিজুর রহমান সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যাওয়ার পর বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাতের পত্রিকা দৈনিক বাংলার নির্বাহী পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে আগে, ২০২৪ সালের জুলাই মাসে তিনি জনকণ্ঠে যোগ দেন।

আর জয়নাল আবেদীন শিশির নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন যুগ্ম আহ্বায়ক।

আফিজুর রহমান ও জয়নাল আবেদীন শিশির দুজনেই গণমাধ্যমে জনকণ্ঠ দখলের অভিযোগ অস্বীকার করেছেন।

গণমাধ্যমে শিশির জানান, পত্রিকা পরিচালনার জন্য যে বোর্ড তারা করেছেন, সেটা জনকণ্ঠে কর্মরত সাংবাদিকদের ‘সর্বসম্মতিক্রমে’ করা হয়েছে।

আর আফিজের দাবি, সম্পাদক যে অভিযোগ করেছেন, তা ‘অসত্য’।

জনকণ্ঠের মালিকপক্ষ সূত্রে জানা গেছে, পত্রিকা পরিচালনার জন্য সাংবাদিকরা যে বোর্ড করেছেন, সেই বোর্ডই বর্তমানে পত্রিকাটি পরিচালনা করছে এবং মালিকপক্ষকে বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ