নরসিংদীতে বিএনপির সংঘর্ষ কাভার করতে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব খান সরকার হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে আহতদের খোঁজ নিতে আইয়ুব খান হাসপাতালে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় বহিষ্কৃত সদস্যসচিব আবদুল কাইয়ুমের সমর্থকরা হঠাৎ তার ওপর হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে ভোরে সদর উপজেলার মুরাদনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আবদুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্থানীয় বাসিন্দা ইদন মিয়া । আহত হন আরও অন্তত পাঁচজন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে