Views Bangladesh Logo

বহিরাগতদের হামলায় পণ্ড জেমসের অনুষ্ঠান, আহত অন্তত ২৫

হিরাগতদের হামলায় ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানমালার সমাপনী দিনে দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের (নগর বাউল) সংগীতানুষ্ঠান বাতিল হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে জেমসের সংগীত পরিবেশনের হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে জানা যায়, অনুষ্ঠান শুরুর ঠিক আগে কয়েকজন বহিরাগতকে ভেতরে প্রবেশে বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরিস্থিতি খারাপ হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন—জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান জানান, অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি ছিল। তবে আকস্মিক হামলায় ইটের আঘাতে অন্তত ১৫–২০ জন শিক্ষার্থী আহত হন। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হতে হয়েছে।

দুই দিনব্যাপী বর্ষপূর্তি উৎসব শুরু হয় বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শপথ পাঠ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেমসের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি হওয়ার কথা ছিল।

ব্রিটিশ আমলে ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল দেশের প্রাচীন সরকারি বিদ্যালয়গুলোর অন্যতম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ