Views Bangladesh Logo

জাকসু নির্বাচন

গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে জামায়াত-শিবিরের জমায়েত

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে গভীর রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন।

ফটকের সামনে অবস্থান নেয়ার কারণ জানতে চাইলে আফজাল হোসাইন সংবাদমাধ্যমকে জানান, তিনি নির্বাচন পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতে এসেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করলেও তার সঙ্গে আসা নেতাকর্মীরা সেখানে থেকে যান।

এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়। ডেইরি গেটে প্রায় ২০০ জন, প্রান্তিক গেটে প্রায় ২০০ জন এবং বিশমাইল গেটে শতাধিক সমর্থক ফলাফলের অপেক্ষায় ছিলেন।

শিবির সমর্থকদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির ভালো করেছে, সেই উৎসাহ থেকেই তারা রাত জেগে ফলাফলের অপেক্ষা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিষয়টি আমি জানি না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নানা অনিয়মের অভিযোগ এনে বিকেলে ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং নতুন করে জাকসু নির্বাচন আয়োজনের দাবি জানায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ