Views Bangladesh Logo

অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

জামায়াতসহ কয়েকটি দলের বিক্ষোভ মিছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর উদ্দেশ্য মূলত অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্র ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুভ নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজপথে কর্মসূচি দিলেই কি সমস্যা সমাধান হয়ে যাবে? আওয়ামী লীগের পতনের পর আমরা কোনো ইস্যুতে রাজপথে যাইনি। আমরা আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করতে চাই।’

তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়নও আলোচনার মাধ্যমে হবে।

বিএনপির পিআর নীতি সম্পর্কে ফখরুল বলেন, বাংলাদেশে পিআরের প্রয়োজন নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে এবং অনেক বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত হয়েছে। যেটাই করা হোক, জনগণের সমর্থন অবশ্যই থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসে, সেটি সংবিধান সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা রাখে।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়।

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল জানান, ‘আমি নিজেও জানি না আমাদের ভূমিকা কী হবে। ড. ইউনূসের সঙ্গে কথা হলে হয়তো জানতে পারব। প্রধান্য পাবে দেশের গণতন্ত্র ও দেশের সামগ্রিক উন্নয়ন।’

বিদেশের প্রভাব নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, ‘দেশের সব সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা সবসময় বাংলাদেশের স্বতন্ত্র সিদ্ধান্ত নিয়েছি এবং এবারও নেব। বাইরের কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ