Views Bangladesh Logo

জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি

জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রতীক নিয়ে বিরোধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি বিধানের আওতায় কঠোরভাবে কাজ করে এবং এর থেকে বিচ্যুত হবে না।

তিনি আরও জানান, এর আগে পূর্ববর্তী নির্বাচনে অনিয়মের জন্য যেসব ব্যক্তি দায়ী বলে প্রমাণিত হবেন তাদের আসন্ন নির্বাচনের দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি পিআর পদ্ধতি প্রবর্তন এবং নির্দিষ্ট রাজনৈতিক জোটগুলোর কার্যক্রম স্থগিত করাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন ও স্মারকলিপি প্রদান করে জামায়াত। এমন একটি সময়ে নির্বাচন কমিশনারের এই মন্তব্য এলো।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ