জামায়াত-এনসিপি সরকার গঠন করেছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি মিলে বর্তমান সরকার গঠন করেছে এবং এখন সেই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা থাকছে না এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশা করা যাচ্ছে না।
রোববার (২৫ জানুয়ারি) রংপুরের সেনপাড়াস্থ পৈত্রিক বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সরকার, এনসিপি ও জামায়াত মিলে নির্বাচনের ব্যবস্থাপনা করছে। এতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না। অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না, অনেকে জেলখানা থেকে নির্বাচন করছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
জি এম কাদের আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে। জাতীয় পার্টি দেশ বাঁচাতে এগিয়ে এসেছে। মানুষের উৎসাহ ও উদ্দীপনায় আমি উজ্জীবিত হয়েছি।
তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে সরকারি অর্থ ও কর্মচারী ব্যবহার করছে, আর যারা এর বিপক্ষে কথা বলছে তাদের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে।
জিএম কাদেরের দাবি, যারা ‘হ্যাঁ’ ভোট দিতে বলছে তারা নাৎসিবাদের দোসর। গণভোটে না-কে জয়ী করতে জনগণকে সচেতন থাকতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে দেশকে ধ্বংসের দাঁড়প্রান্তে নিয়ে গেছে। চাকরি নেই, নিরাপত্তা নেই, কাজ নেই। আমাদের গর্বের দেশ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।
জি এম কাদের অভিযোগ করেন, বর্তমান সরকার ছাত্র-সমন্বয়ক নিয়োগ, দলীয় পৃষ্ঠপোষকতা এবং নির্বাচন নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচনের পরিবেশ প্রভাবিত করছে। এছাড়া জামায়াতও ছাত্র-সমন্বয়কদের অভিভাবকত্ব দাবি করছে, ফলে সরকার, এনসিপি ও জামায়াত মিলে নির্বাচন পরিচালনা করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে