১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না জামায়াত: হাবিব
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জামায়াতে ইসলামী ১০০ বছর অপেক্ষা করলেও বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না।
জামায়াতের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, নির্বাচনকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সফল হবে না।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) জাতীয় প্রেস ক্লাবে “জুলাই ঘোষণা এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: একটি মুক্ত, ন্যায্য ও নিরপেক্ষ নির্বাচন আমাদের প্রত্যাশা” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সভটি আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
হাবিবুর রহমান হাবিব বলেন, ‘জামায়াতে ইসলামী যদি নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে।’
মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ঐতিহাসিক অবস্থানের প্রসঙ্গ টেনে হাবিব বলেন, ‘১৯৭১ সালে জামায়াত একটি ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করতে ব্যর্থ হয়েছিল এবং তারা এখন অন্যদের সঙ্গে মিলে নির্বাচন ব্যাহত করার চেষ্টাতেও ব্যর্থ হবে।’
তিনি আরও বলেন, ‘আমি সম্প্রতি এক তরুণীর বক্তব্যের প্রশংসা করি—আওয়ামী লীগ সরে গেছে বলে এর মানে এই নয় যে, রাজাকাররা তাদের জায়গা নেবে। এটা কখনোই মেনে নেয়া হবে না।’
অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। একইসঙ্গে তিনি একটি মুক্ত, ন্যায্য ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে