Views Bangladesh Logo

জামায়াত কখনও ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াতে ইসলামী কিয়ামত পর্যন্তও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, ‘অন্যান্য দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু জামায়াত পারবে না।’ তার মতে, জামায়াত পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানেও কখনোই ক্ষমতায় যেতে পারেনি।

গায়েশ্বর বলেন, ‘তারা সাধারণ মানুষের ভাষা বোঝে না, কেবল নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে। আমাদের জাতি প্রতিটি আন্দোলনে, বিশেষ করে মুক্তিযুদ্ধে, প্রাণ দিয়েছে। যারা ১৯৭১ বা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করে, অথবা এই যুদ্ধকে ভারত-পাকিস্তানের লড়াই বলে দাবি করে, তাদের বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো জায়গা নেই।’

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন গায়েশ্বর।

তিনি আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের কথাও উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ও তাদের নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা চলছে। আওয়ামী লীগের কেউ অপরাধ করলে বিচার হতে পারে, কিন্তু তাদের রাজনীতি থেকে বাদ দেওয়ার দাবি গ্রহণযোগ্য নয়।’

গায়েশ্বর আরও বলেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে কখনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উঠছে, এরপর বিএনপিও একই হুমকির মুখে পড়তে পারে। তখন ১৯৭১-এর দালালদের দিয়ে দেশ চালানো হতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ