ধর্মকে ভোটের জন্য ব্যবহার করছে জামায়াত: ফারুক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক জামায়াত-ই-ইসলামীকে তার অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ‘আমি একটি সংবাদপত্রে দেখেছি, তারা বলেছেন, জনগণ যদি না চায় তবে পিআর প্রয়োজন নেই। মহান আল্লাহ যেন এই পবিত্র জুম্মার দিনে তাদের সঠিক পথে পরিচালিত করেন। আমি তাদের প্রতি অনুরোধ করছি, রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন, অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন, এবং নির্বাচনে অংশ নিন।’
ফারুক অভিযোগ করেছেন, জামায়াত ভোটের জন্য ধর্মকে ব্যবহার করতে করতে নির্বাচনের সময়সূচি পেছানোর দাবি তুলছে। তিনি বলেন, ‘একদিকে তারা বলছে, প্রজাতন্ত্র বা রেফারেন্ডাম ছাড়া তারা অংশ নেবে না। অন্যদিকে, তারা ৩০০ প্রার্থী ঘোষণা করেছে এবং মসজিদ থেকে প্রচারণা চালাচ্ছে, মানুষকে বলছে, ‘স্কেল’ প্রতীকের জন্য ভোট দিলে তারা জান্নাতে যাবে। এগুলো আমার কথা নয় আমার নির্বাচনী এলাকার মানুষই এটি বলছে।’
প্রাক্তন বিরোধী প্রধান হুইপ ফারুক বলেন, বিএনপি জামায়াতের প্রচারণা নিয়ে চিন্তিত নয়। তিনি বলেন, ‘আমি আমার মানুষদের বলেছি, চিন্তা করবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন। দেশ জানে, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল ক্ষমতায় থাকলেও কখনো জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে