Views Bangladesh Logo

জামায়াত রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে পিআর ইস্যু ব্যবহার করেছে: নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

নসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ’জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত তথাকথিত ‘অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক ছলনা। এটি ইচ্ছাকৃতভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং জনগণের আন্দোলনের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মৌলিক প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।’

নাহিদ ইসলাম আরও বলেন, ’সংবিধানিক নিরাপত্তা হিসেবে অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মূল সংস্কার দাবি ছিল, সেটিই ছিল আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু। আমরা চেয়েছিলাম এই মৌলিক সংস্কারগুলোর চারপাশে একটি জাতীয় ঐক্য গড়ে তুলে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে; কিন্তু জামায়াত ও তার সহযোগীরা এই এজেন্ডা ছিনিয়ে নিয়ে এটিকে একটি কারিগরি পিআর ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সীমিত দলীয় স্বার্থে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না — ছিল কেবলই প্রভাব খাটানো।’

তিনি আরও বলেন, ’জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের আগে কিংবা পরে কোনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি। তারা কোনো মৌলিক প্রস্তাব, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি অঙ্গীকার পেশ করেনি। ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ায় তাদের হঠাৎ অংশগ্রহণ বিশ্বাসের প্রকাশ নয়, বরং ছিল কৌশলগত অনুপ্রবেশ — সংস্কারবাদের মুখোশে রাজনৈতিক ধ্বংসযজ্ঞ।’

নাহিদ ইসলাম মন্তব্য করেন, ’এখন বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যে জেগে উঠেছে এবং আর কখনো ভুয়া সংস্কারবাদী বা প্রভাবশালী প্রতারকদের দ্বারা বিভ্রান্ত হবে না। সর্বশক্তিমান আল্লাহ এবং এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের ওপর শাসন করতে দেবে না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ