Views Bangladesh Logo

সরকার গঠনের সুযোগ দিলে নারীদের নির্বাচনে আনা হবে: জামায়াত প্রার্থী

ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান বলেছেন, ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের জাতীয় সংসদ নির্বাচনে আনা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা জানান।

সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংলাপে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য নারীদের জন্য মনোনয়নের বিষয়ে জানতে চাইলে সাইফুল আলম বলেন, আমরা লোকাল নির্বাচনে নারীদের অংশগ্রহণ করিয়েছি। তারা নির্বাচিত হয়েছে এবং কাজ করেছে। আপনারা দোয়া করুন, জাতীয় সংসদেও আমরা তাদের নিয়ে আসব। আপনারা সুযোগ দিলে, ইনশা আল্লাহ, নারীরা সামনে আসবে।

তিনি আরও উল্লেখ করেন, নারীদের অংশগ্রহণ নিয়ে শুধুমাত্র জামায়াত পিছিয়ে নেই, বড় দলও একইভাবে এগোতে চায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ