Views Bangladesh Logo

হাদির হত্যার বিচার দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি শিগগিরই এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

জামায়াত সূত্র জানায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অধীনে একাধিক সাব-কমিটিও গঠন করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে এসব কমিটি একাধিক বৈঠক করেছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে ঢাকায় নেতা-কর্মী ও সমর্থক আনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করা হবে। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থকের সমাগম ঘটানোর লক্ষ্য রয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকায় বড় জমায়েতের চিন্তাভাবনা চলছে এবং এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ