Views Bangladesh Logo

সিলেট ও সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জে জামায়াতের দুই প্রার্থীকে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ ও সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তোফায়েল আহমদকে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে নেতাকর্মীরা আটকানোর চেষ্টা করেন।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের দুই প্রার্থী শেষদিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের নেতা মুসলেহ উদ্দীন রাজু ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তাই লোকমান আহমদের মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে তার দক্ষিণ সুরমার বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা তালাবদ্ধ করে রাখেন। এ সময় তার মোবাইলও বন্ধ করে দেওয়া হয়। দুপুরে নেতাকর্মীরা তার বাড়ির সামনে অবস্থান নিয়ে জোটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। লোকমান আহমদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ-১ আসনে জামায়াতকে ছাড়িয়ে জোট শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে জেলা জামায়াতের নেতাকর্মীরা জেলা আমির তোফায়েল আহমদকে সুনামগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।

সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ জানান, আগে আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। পরে ওই দল জোট থেকে সরে যাওয়ায় জেলা আমিরের নির্বাচন করা প্রায় নিশ্চিত ছিল। তবে মঙ্গলবার সকালে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নেজামে ইসলাম পার্টিকে দেওয়া হয়। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে, যদিও কর্মীদের আবেগও সম্মান করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ