Views Bangladesh Logo

ভয় দেখানোর জন্য নয়, সচেতনতার জন্য শূন্য রিটার্নে জেলের বিধান: এনবিআর চেয়ারম্যান

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আয়কর রিটার্নে আয়-ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান নতুন কোনো শাস্তি নয়; এটি মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং করদাতাদের সচেতন করার উদ্দেশ্যে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

আবদুর রহমান খান বলেন, আমরা নতুন কোনো আইন তৈরি করিনি, শুধু বিদ্যমান আইন সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি।

মো. আবদুর রহমান খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও দোকানগুলোতে শূন্য রিটার্ন দেয়ার পদ্ধতি শেখানো হচ্ছে যা বিপজ্জনক। কারণ, রিটার্ন অডিটে পড়লে করদাতা কোনো জবাব দিতে পারবে না, কারণ তথ্যগুলো মিথ্যা দেয়া হয়েছে।

তিনি বলেন, অসত্য তথ্য দেয়া শাস্তিযোগ্য অপরাধ এবং এটা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। একই সঙ্গে এনবিআর অনলাইনে রিটার্ন জমা দেয়ার সুবিধা বৃদ্ধি করছে, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার লোক অনলাইনে কর দিচ্ছে।

অন্যদিকে, আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের গণহারে ছাঁটাইয়ের অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান জানান, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শুধুমাত্র যারা সীমা লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে শোকজ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। গণহারে চাকরিচ্যুতির ঘটনা ঘটেনি এবং সরকারও এ ধরনের জনবল হ্রাসে আগ্রহী নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ