Views Bangladesh Logo

শেখ হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা জাগপার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং ছাত্র-জনতার বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ভারতে গিয়ে অবস্থান করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১ আগস্ট) জাগপা ছাত্রসংগঠন, জাগপা ছাত্রলীগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি প্রস্তুতিমূলক সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় নেতাকর্মীরা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা প্রকাশ করেন।

জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, 'আমাদের ১২ দলীয় জোটের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে আজকের এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।'

সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়।

এ কর্মসূচির সময় বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ