সার্ভাইক্যাল ক্যান্সার রোধে দরিদ্র স্কুলছাত্রীদের এইচপিভি ভ্যাকসিন প্রদান
৯ থেকে ১৩ বছর বয়সী দরিদ্র পরিবারের ৯ স্কুলছাত্রীকে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) ভ্যাকসিন প্রদান করেছে সামাজিক ও দাতব্য সংস্থা ‘ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি’। এই মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।
এইচপিভি ভ্যাকসিনের প্রথম ডোজ জানুয়ারি মাসে প্রদান করা হয়। গত শুক্রবার (১ আগস্ট ২০২৫) গুলশানের একটি বেসরকারি ক্লিনিকে একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দ্বিতীয় ও চূড়ান্ত ডোজ প্রদান করা হয়। এই ভ্যাকসিন দেয়ার উদ্দেশ্য হচ্ছে, তরুণীদেরকে স্বাস্থ্য সুরক্ষা এবং সার্ভাইক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ (২০২১–২২) নায়ার ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি মেয়েদের উদ্দেশে বলেন, এই ভ্যাকসিন কীভাবে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং তারা কীভাবে নিজেদের বন্ধুদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।
এ সময় ক্লাব প্রেসিডেন্ট নাজনীন নাহার ও তার টিম ছাত্রীদের এবং তাদের অভিভাবকদের মাঝে নিজ হাতে খাবার ও পানীয় বিতরণ করেন এবং আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেন।
কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পিডিসি শামসুন্নাহার হক, ক্লাব সেক্রেটারি মোর্শেদা কবীর, এডিটর তাসলিমা ইউসুফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সারা বিশাখা, ওয়েব মাস্টার পার্সা সানজানা এবং সদস্যবৃন্দ শাকিলা শামস ও উলফাত আরাপিডিসি শামসুন্নাহার হক।
ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি বিশ্বাস করে, সচেতনতা তৈরি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মেয়েদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব। এই কার্যক্রমের স্লোগান ছিল “টিকা দিন, ক্যান্সার দূর করুন; মেয়েদের সুরক্ষা নিশ্চিত করুন।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে