বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে শান্তি আলোচনায় ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশে সরকারি সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, “সফরটি আসলে বাতিল করা হয়নি, বরং স্থগিত করা হয়েছে। অদূর ভবিষ্যতে তিনি সফরটি করবেন।”
আগামী ৩০ আগস্ট ঢাকা সফরের মধ্য দিয়ে এশিয়ার পাঁচ দেশ সফর শুরু করার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর। পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।
ঢাকা সফর শেষে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান যাওয়ার কথা ছিল জর্জিয়া মেলোনির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চলমান আলোচনায় ইতালি গুরুত্বপূর্ণ অংশীজন হওয়ায় এশিয়া সফর আপাতত স্থগিত করা হয়েছে। সুবিধাজনক সময়ে নতুন করে সফরের তারিখ নির্ধারণে রোমের সঙ্গে আলোচনা চলছে।
অন্তর্বর্তীকালীন সরকারের গত এক বছরে ইউরোপের কোনো সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছিল বলে এটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল। ইতোমধ্যে সরকার ৩০ ও ৩১ আগস্ট জর্জিয়া মেলোনিকে বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে