ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ‘ফিলিস্তিনের পেলে’ ওবেইদ
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদ। ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য যিনি ‘ফিলিস্তিনের পেলে’ নামে পরিচিত ছিলেন।বুধবার গাজার মেডিকেল বিভাগের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
ফিলিস্তিনের ফুটবল সংস্থা জানিয়েছে, ৪১ বছর বয়সী সুলেমান ওবেইদ ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি।
প্রায় ২২ মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। ক্রীড়াবিদরাও এই আগ্রাসনের বাইরে নন। শুধু গত মাসেই ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ৩৯ জন খেলোয়াড়, স্কাউট ও যুব সংগঠকের। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৬০ জন ক্রীড়া ও যুব সংগঠনের সদস্য নিহত হয়েছেন।
সুলেমান ওবেইদ ‘ফিলিস্তিনের পেলে’ নামে পরিচিত ছিলেন। তিনি গাজার শাবাব আল-শাতি ক্লাব থেকে নিজের খেলোয়াড়ি জীবন শুরু করেন এবং পরে পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে খেলেন।
২০১০ সালে ওয়েস্ট এশিয়া ফুটবলে ইয়েমেনের বিপক্ষে দেশের হয়ে নিজের প্রথম গোল করেন তিনি। পরে ২০১২ সালের এশীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব এবং ২০১৪ সালের বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেন।
পাঁচ সন্তানের জনক সুলেমান ওবেইদের এই করুণ মৃত্যুর ঘটনায় ফিলিস্তিনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে