প্রতিরক্ষা সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্ক করল আইএসপিআর
প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও সরকারি পরিচয় অপব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর বিষয়ে সতর্কবার্তা জারি করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার প্রকাশিত আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী গোষ্ঠী প্রতিরক্ষা সচিবের ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (যার মধ্যে ০১৮৮১৭৪৭৩৪৩-ও রয়েছে) এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনৈতিক সুবিধা দাবি করছে।
জনসাধারণকে এ ধরনের প্রতারণার শিকার না হতে ও সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে