ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের ভেরিফায়েড পেজ থেকে একাধিক পোস্ট দেয়া হয়।
হ্যাকার গ্রুপটি এক পোস্টে দাবি করে, 'এই পেজটি হ্যাক করেছে MS 470X।' এরপর পেজ থেকে আরও কয়েকটি পোস্ট আপলোড করা হয়।
তবে মূল পেজের নাম অপরিবর্তিত থাকলেও হ্যাকাররা পেজের ডাকনাম পরিবর্তন করেছে। পাশাপাশি প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের ছবি যুক্ত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে