তারেক রহমানের কাছে ছুটে গেলেন ইশরাক
তারেক রহমানের আমজনতার দলসহ সম্প্রতি যে সকল দলকে নিবন্ধন দেয়া হয়েছে তাদের নথি পুনঃযাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনের সামনে আমজনতার দল নিবন্ধন সংক্রান্ত বিষয়ে দলের সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে তাকে দেখতে এসে আহ্বান জানান ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
‘আমজনতার দল’ নামে নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত তার অনশন চলছে ১২৫ ঘণ্টা ধরে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ইতোমধ্যে তার শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না, ইশারা-ইঙ্গিতে সব বোঝানোর চেষ্টা করছেন।
আমজনতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে