মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো কি অপরাধ?: পান্না
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ আরও ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে হাজির করা হয় এবং পরে শাহবাগ থানার মহানগর ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে শুনানির সময় হাতকড়া পরিহিত পান্না হাত তুলে মর্মস্পর্শী প্রশ্ন তোলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা এবং মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো কি অপরাধ?’
তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জাতির বীর সন্তানরা যুদ্ধ করেছিলেন। প্রশ্ন রাখেন, তাদের পাশে দাঁড়ানো এখন কি সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হচ্ছে?
পান্না তার সাংবাদিকতার ভূমিকা উল্লেখ করে বলেন, ‘আমি দুই হাত দিয়ে লিখি। সাংবাদিকদের কী নিয়ে লেখা উচিত? কার পক্ষে লেখা উচিত? আমি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লিখি। এটাকেই কি আপনারা সন্ত্রাসবাদ মনে করেন?’
তিনি আদালত ও জাতির উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়ানো কি সন্ত্রাসবাদ? আমরা কি সত্যিই কোনো সন্ত্রাসবাদী কার্যক্রম করেছি?’
এই মামলাকে ঘিরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে