এমডিসহ বেশিরভাগ কর্মকর্তা চাকরিচ্যুত
বাংলাদেশে কি কার্যক্রম গুটাচ্ছে মাইক্রোসফট
বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) বেশিরভাগ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। যার ফলে সংশ্লিষ্টরা আশংকা করছেন, পাকিস্তানের মতো এবার বাংলাদেশেও ব্যবসা গুটাচ্ছে এই সফটওয়্যার জায়ান্ট।
মাইক্রোসফট বাংলাদেশ এর একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা চাকরিচ্যুতির ব্যাপারটি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ থেকে মাইক্রোসফট ব্যবসা গুটিয়ে নিচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, ‘অনেক কিছুই শোনা যায়। আমিও ভেতরে ভেতরে অনেক কিছু শুনেছি। তবে কার্যক্রম এখনও চলছে। এখন কতদিন চলবে বা বন্ধ হচ্ছে কিনা সেটা আমার কাছে পরিস্কার না।'
চাকরিচ্যুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তো গ্লোবাল এমএনসির (মাল্টিন্যাশনাল কোম্পানি) একটা কালচার। এসব একটি প্রতিষ্ঠানের পুনর্বিন্যাস প্রক্রিয়া এবং সবসময় চলমান। এমন না যে আমাদের এখানে নতুন হচ্ছে।'
পাকিস্তানে কিছুদিন আগে কার্যক্রম বন্ধ করেছে মাইক্রোসফট, এবার বাংলাদেশেও কি এমন আশংকা করছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানের ব্যাপার আমরা বিস্তারিত জানি না। এখন যেমন আমরা এখানেও দেখেছি যে, অপারেশনাল চ্যালেঞ্জ আছে, নীতিনির্ধারণী চ্যালেঞ্জও আছে। এসব বড় এমএনসিগুলোর নিয়মিত কার্যক্রম।’
মাইক্রোসফট যদি বাংলাদেশ থেকে চলে যায় তাহলে তা দেশের বিনিয়োগকারীদের জন্য খারাপ সংবাদ। এ ব্যাপারে তিনি বলেন, ‘অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। শুধু মাইক্রোসফট না, আজ যদি কোনো এমএনসি বাংলাদেশ থেকে বের হয়ে যায় এটা আমাদের জন্য অবশ্যই খারাপ সংবাদ।’
স্থানীয় একটি কোম্পানির সাথে অংশীদারিত্বের মাধ্যমে ১৯৮৯ সালে মাইক্রোসফট বাংলাদেশে প্রবেশ করে। তবে ২০০৪ সালের শেষের দিকে মাইক্রোসফটের নিজেদের সাবসিডিয়ারি অফিস বাংলাদেশে আনু্ষ্ঠানিক যাত্রা শুরু করে।
মাইক্রোসফট বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বাংলাদেশে তাদের এখন কমবেশি ২৫ মিলিয়ন ডলার ব্যবসা হয়। গত দু’বছর যাবত বাংলাদেশের অফিস নিয়ন্ত্রিত হচ্ছিল ভারতের সাবসিডিয়ারি অফিস থেকে। এর আগে এই সাবসিডিয়ারি ছিল সিঙ্গাপুর অফিসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে