টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের সম্ভাবনা নাকচ করল আয়ারল্যান্ড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি এখনো ভারতেই ম্যাচ খেলতে বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করছে। এর মধ্যেই আলোচনায় আসে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। শ্রীলঙ্কায় যেসব দলের ম্যাচ পড়েছে, তাদের সঙ্গে গ্রুপ অদলবদলের গুঞ্জন ওঠে। সম্ভাব্য বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের নাম সামনে আসে- বাংলাদেশ ‘সি’ গ্রুপে এবং আয়ারল্যান্ড ‘বি’ গ্রুপে যাবে, এমন ধারণাও ছড়ায়। তবে এই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
শনিবার ঢাকায় বিশ্বকাপ ইস্যুতে বিসিবি ও আইসিসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনায় আনা হয়।’
তবে এরপরই ক্রিকেট আয়ারল্যান্ড জানায়, আইসিসির কাছ থেকে তারা নিশ্চিত আশ্বাস পেয়েছে যে তাদের গ্রুপ বা সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ক্রিকবাজকে সিআইয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের নির্ধারিত সূচি অপরিবর্তিত থাকবে। গ্রুপপর্বের সব ম্যাচ আমরা শ্রীলঙ্কাতেই খেলব।’
সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে-যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
গ্রুপ প্রসঙ্গের বাইরে, বৈঠকে বিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। পাশাপাশি বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামত তুলে ধরা হয়। খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। চূড়ান্ত সিদ্ধান্ত না আসায়, উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
এই অচলাবস্থা নিরসনে কয়েক সপ্তাহের আলোচনার পর আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে সরাসরি বৈঠকে অংশ নেন। ভিসা জটিলতায় আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা ঢাকায় আসতে না পারলেও তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে