Views Bangladesh Logo

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাক বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিয়োগ দেবে। কর্মী নিয়োগে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা অনুষ্ঠিত দুই দিনের যৌথ কমিটি বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, ইরাকে যাওয়ার আগে বাংলাদেশি কর্মীরা চাকরির চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শ্রমবাজারে চাহিদাসম্পন্ন খাত চিহ্নিত করবে এবং নিয়োগ কার্যক্রম সমন্বয় করবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদুল হক এবং ইরাকের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আবদুর রেজা খায়ুন আত-ওয়ানি।

বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন, জনশক্তি সরবরাহে সহযোগিতা, ইরাকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনা এবং সেখানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে “রেকর্ড অব ডিসকাশন” নামে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়। আলোচনায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ইরাকি সরকার নির্ধারিত খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্ম ভিসা ইস্যু করবে। পাশাপাশি স্বচ্ছতা ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ইরাকি নিয়োগদাতাদের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সত্যায়িত হওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ