Views Bangladesh Logo

ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির

 VB  Desk

ভিবি ডেস্ক

হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বুধবার (৩১ জুলাই) সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এই আদেশ দেন।

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই আদেশের বিষয়ে ব্রিফ করা হয়েছে। ওই তিন কর্মকর্তার মধ্যে দুজন ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদস্য।

নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরপরই খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক হয়। এতে ইসরায়েলি হামলা চালানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এসময় রেভল্যুশনারি গার্ডের ওই দুই সদস্যসহ তিন ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে, তারা নাম প্রকাশ করতে চাননি।

খামেনি বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয়ের জন্য পরিকল্পনা তৈরি করতে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

হানিয়ার নিহতের পর খামেনি প্রকাশ্য বিবৃতিতে বলেন, “ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। আমরা তাঁর রক্তের প্রতিশোধ নেব। এই হত্যাকাণ্ডটি ইসলামি প্রজাতন্ত্রের ভূখণ্ডে ঘটেছে। ইসরাইল ‘কঠোর শাস্তি’ পেতে এ মঞ্চ তৈরি করেছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ