আন্দোলনের সময় স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
আন্দোলন চলাকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেছেন, ইরানজুড়ে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। একই সঙ্গে বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। এর ফলেই আন্দোলনকে কেন্দ্র করে ইরানে প্রাণহানির সংখ্যা বেড়েছে।
সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। ইরানের চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতেই এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত দাবি করেন, ইরানে সহিংসতার সূচনা করেছে সশস্ত্র বিদ্রোহীরা, যারা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। পরে সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করে। তার ভাষায়, পুরো প্রক্রিয়াটিই পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, পরামর্শ ও কৌশলগত সহায়তার মাধ্যমে।
সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ইরানি রাষ্ট্রদূত। তবে তিনি বলেন, বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে চালানো প্রোপাগান্ডা কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়েছে ইরান।
আন্দোলনে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি জলিল রহিমি জাহনাবাদি।
উল্লেখ্য, স্টারলিংক যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যার মালিক বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে