Views Bangladesh Logo

'কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা'

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমনটি দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস। তবে এর আগেই, শনিবার রাতে কাতার কর্তৃপক্ষ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চালানো “অপারেশন মিডনাইট হ্যামার”–এর পর থেকে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল। সেই উত্তেজনার ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল-উদেইদ (কাতারে অবস্থিত) আগে থেকেই হামলার ঝুঁকিতে ছিল। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস ওই ঘাঁটির নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছিল এবং প্রবেশাধিকার সীমিত করার সতর্কতাও জারি করেছিল।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, ইরানের রাজধানী তেহরানে নতুন করে সামরিক হামলা চালানো হয়েছে। তিনি জানান, তেহরানের কুখ্যাত এভিন কারাগারসহ শাসকগোষ্ঠীর বিভিন্ন দমন-পীড়নমূলক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “মধ্য তেহরানে আমরা অভূতপূর্ব তীব্রতায় হামলা চালাচ্ছি।”

অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, তারা ইরানকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “সবকিছুই ইরানের চাহিদার ওপর নির্ভর করে।”


তিনি আরও জানান, মস্কো শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা প্রচেষ্টার প্রস্তাব দিয়েছে এবং ইরান-ইসরায়েল সংঘাতে তাদের অবস্থান স্পষ্ট।

পেসকভ জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সাম্প্রতিক কথোপকথনেও ইরান প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার ফোর্ডোসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় শক্তিশালী ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায়। এরপর সোমবার আবারও ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো স্থাপনাটিতে হামলা হয়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেয় যে, তারা এখন প্রতিশোধ নেওয়ার জন্য “মুক্ত”।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) আশঙ্কা প্রকাশ করেছে, ফোর্ডোতে "চরম ক্ষয়ক্ষতি" হতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হাইফা ও তেলআবিবে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা জবাব দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এ উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি কূটনৈতিক আলোচনার পুনরায় শুরু চেয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ