Views Bangladesh Logo

তেহরানের পরিবর্তে ইরানের নতুন রাজধানী উপকূলীয় মাক্রান

 VB  Desk

ভিবি ডেস্ক

রান তার রাজধানী উত্তরের তেহরান থেকে দক্ষিণের উপকূলীয় মাকরান অঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করেছে। অর্থনৈতিক ও পরিবেশগত উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পারস্য ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে।

তেহরান টাইমস রিপোর্ট বলছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

মোহাজারানি বলেন, ‘নতুন রাজধানী অবশ্যই দক্ষিণে, বিশেষত মাকরান অঞ্চলে হবে।’

তিনি প্রকল্প সম্পর্কে বলেন, ‘আমরা প্রকৌশলী, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদসহ একাডেমিক, বিশেষজ্ঞ এবং অভিজাতদের সহায়তা চাইছি।’ তবে তিনি স্পষ্ট করেছেন, স্থানান্তরের প্রক্রিয়া এখনো অনুসন্ধানমূলক পর্যায়ে রয়েছে এবং এটি সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার নয়।

মোহাজারানি উল্লেখ করেন, দুটি কাউন্সিল গঠন করা হয়েছে— একটি বর্তমান রাজধানীর সমস্যাগুলো সমাধানের জন্য এবং অন্যটি মাকরান উপকূলে সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনা নিয়ে গবেষণা করার জন্য।

মাকরান অঞ্চলটি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত এবং ওমান উপসাগরের নিকটবর্তী হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ইরানের রাজধানী স্থানান্তর একটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ উদ্যোগ হতে পারে, যা দেশটির সাংস্কৃতিক পরিচয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের এই প্রস্তাব ইতোমধ্যেই রাজনীতিবিদ ও অন্যান্যদের সমালোচনার মুখে পড়েছে।

এটি এমন এক সময়ে ঘটছে যখন ইরান অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করছে। নিউজউইক রিপোর্ট বলছে, গত মাসে ইরানের মুদ্রা ইতিহাসের সর্বনিম্ন মানে নেমে গেছে।

তেহরান থেকে মাকরান
তেহরান ২০০ বছরেরও বেশি সময় ধরে ইরানের রাজধানী হিসেবে রয়েছে, যা কাজার রাজবংশের প্রথম শাসক আগা মোহাম্মদ খানের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল।

তবে রাজধানী স্থানান্তরের ধারণা নতুন নয়। এটি প্রথম ২০০০ সালের শুরুর দিকে মাহমুদ আহমাদিনেজাদের প্রেসিডেন্সির সময় প্রস্তাবিত হয় এবং পরবর্তীতে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শাসনামলে আবারও আলোচনায় আসে। তেহরানের দীর্ঘমেয়াদি সমস্যাগুলো, যেমন- জনসংখ্যা অতিরিক্ততা, পানির সংকট, বিদ্যুৎ ঘাটতি ইত্যাদির সমাধান হিসেবে এটি বিবেচিত হচ্ছে।

৯ মিলিয়নেরও বেশি বাসিন্দার শহর তেহরান বিশ্বের অন্যতম দূষিত শহর। এটি মারাত্মক বায়ুদূষণ, পানির ঘাটতি এবং বিদ্যুৎ ও গ্যাসের অভাবের মতো সমস্যায় ভুগছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ