Views Bangladesh Logo

ইসরায়েলে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিঘ্নিত

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউরোপ- এশিয়ার মধ্যকার বিমান চলাচল বিঘ্নিত হতে শুরু করেছে। বিমান চলাচলের বিকল্প পথগুলো কমে আসায় আজ সোমবার আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলোও বাধার সম্মুখীন হচ্ছে৷

এদিকে কান্তাস, জার্মানির লুফথানসা, ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়াসহ অন্তত এক ডজন বিমান সংস্থাকে গত দুই দিনে ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে হয়েছে।

এ বিষয়ে আকাশপথ এবং বিমানবন্দর পর্যবেক্ষক সংস্থা ওপিএস গ্রুপের জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর এবার বিমান ভ্রমণ এককভাবে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা মার্ক জি রয়টার্সকে বলেন, '২০০১ সালের পর আমাদের এমন পরিস্থিতি হয়নি যে কারণে জরুরি ভিত্তিতে রুট পরিববর্তন করতে হয়েছে। যা বিমান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করে।'

তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল -হামাস ও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্বের কারণে বেশ বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ইরানের আকাশসীমা ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী বিমানগুলো ব্যবহার করে। এই সমস্যার কারণে এখন এগুলো তুরস্ক হয়ে মিশর ও সৌদি আরবের দুটি বিকল্প রুট ব্যবহার করছে বলে আরও যুক্ত করেন জি।

এর আগে ইসরাইল শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। তবে রোববার সকালে তা আবার খুলে দেওয়া হয়। একই সঙ্গে জর্ডান, ইরাক ও লেবাননও তাদের ভূখণ্ডে আবার ফ্লাইট চালু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ