রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির: পরিকল্পনা উপদেষ্টা
রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১২ জানুয়ারি) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শুধু এডিপির আকার ছোট হওয়ার কারণেই অর্থনীতিতে যে মন্দাভাব দেখা যাচ্ছে, বিষয়টি তা নয়। মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির হয়ে পড়া।
তিনি বলেন, বিনিয়োগ বাড়লে এডিপি কিছুটা কম হলেও অর্থনীতিতে বড় ধরনের সমস্যা হতো না; বরং কর্মসংস্থান ও উৎপাদন স্বাভাবিক গতিতে এগোতে পারত।
রেমিটেন্স বাড়ার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই সময়ে অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক হলো রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রেমিটেন্সের বড় অংশ গ্রামে যাচ্ছে, ফলে যেসব এলাকায় রেমিটেন্স বেশি সেখানে বাড়িঘর নির্মাণ, দোকানপাট, সেবা খাত ও ক্ষুদ্র ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। এসব এলাকায় দারিদ্র্যের চাপ তুলনামূলকভাবে কম।
উচ্চ সুদের হার বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে তিনি আরও বলেন, যেসব এলাকায় রেমিটেন্স প্রবাহ নেই, সেখানে উন্নয়ন প্রকল্পের গতি ধীর ছিল এবং নতুন প্রকল্পও তেমন নেওয়া হয়নি। ফলে এসব অঞ্চল তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যুক্ত হয়েছে—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পুরো সময়জুড়ে বাংলাদেশ ব্যাংক সুদের হার তুলনামূলকভাবে বেশি রেখেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে