আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২৫ আজ (১১ অক্টোবর) বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো কন্যা শিশুদের অধিকার ও চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। এ বছরের থিম: ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা’।
২০১২ সাল থেকে প্রথমবারের মতো পালিত এই দিনটির মূল লক্ষ্য হচ্ছে লিঙ্গ বৈষম্য দূর করা এবং কন্যা শিশুদের শিক্ষা, পুষ্টি, আইনি সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং সহিংসতা থেকে সুরক্ষা—বিশেষ করে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা—এসব মৌলিক অধিকারের প্রতি গুরুত্বারোপ করা।
এই উদ্যোগটি শুরু হয় ‘কারণ আমি একজন মেয়ে’ নামক একটি বৈশ্বিক ক্যাম্পেইনের মাধ্যমে। যা এনজিও প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালনা করে। এর কানাডিয়ান শাখার জোরালো প্রচারণা এবং কানাডা সরকারের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়।
২০১১ সালের ১৯ ডিসেম্বর, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিনটিকে স্বীকৃতি দেয় এবং ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবার দিবসটি উদযাপন করা হয়। প্রথম বছরের থিম ছিল "বাল্যবিবাহ বন্ধ করা"। এরপর থেকে প্রতি বছরই কন্যাশিশুদের জীবনে প্রভাব ফেলছে—এমন একটি নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে