Views Bangladesh Logo

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে টার্গেট সাইবার হামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সপ্তাহে একটি পরিশীলিত ও লক্ষ্যভিত্তিক (টার্গেটেড) সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন আদালত কর্তৃপক্ষ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসির জনসংযোগ দপ্তর।

বিবৃতিতে বলা হয়, হামলার বিষয়টি আইসিসির সাইবার টিম দ্রুত শনাক্ত করে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়। তবে এই ধরনের সাইবার হামলা আদালতের কার্যক্রম ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

আইসিসি জানিয়েছে, জনগণ এবং আদালতের সদস্যরাষ্ট্রগুলোকে এ ধরনের ঘটনাসমূহ এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা গুরুত্বপূর্ণ। আদালতের মতে, ন্যায়বিচার ও জবাবদিহিতার আদর্শ বাস্তবায়নে সদস্যরাষ্ট্র ও জনসাধারণের সমর্থনই আদালতের সক্ষমতা নিশ্চিত করে। তাই এটি একটি যৌথ দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মান সরকারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত একটি বৈশ্বিক বিচারিক প্রতিষ্ঠান। এই ধরনের হামলাকে হালকাভাবে নেয়া উচিত নয়।’

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত সাইবার হামলার শিকার হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ