Views Bangladesh Logo

শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ

 VB  Desk

ভিবি ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঘটনার পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় সরকার বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। একই সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংযম বজায় রাখার তাগিদ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সবার দায়িত্ব।

সরকার জানায়, শেরপুরের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব রাজনৈতিক দল, নেতা ও প্রচারকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করা হয়।

অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ—বিবৃতিতে এ কথাও পুনর্ব্যক্ত করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ