Views Bangladesh Logo

ছয় মাসে গুগলকে ২৭৯টি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) সম্প্রতি ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য তাদের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলকে মোট ২৭৯টি কনটেন্ট অপসারণের অনুরোধ পাঠিয়েছে, যার বেশিরভাগই ছিল সরকার–বিরোধী সমালোচনামূলক কনটেন্ট মুছে ফেলার দাবি।

তবে গুগল এসব অনুরোধের সীমিত অংশে কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে মনে হচ্ছে। এই সময়ে সরকার মোট ১,০২৩টি কনটেন্ট অপসারণের অনুরোধ করেছিল। তুলনামূলকভাবে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অনুরোধের সংখ্যা ছিল ৩৩৭ এবং কনটেন্ট আইটেম ছিল ৪,৪৭০টি।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে সর্বোচ্চ অনুরোধ ১৮১টি ছিল সরকার–বিরোধী সমালোচনামূলক কনটেন্ট অপসারণের জন্য। এরপর ৩৮টি অনুরোধ ছিল নিয়ন্ত্রিত পণ্য ও সেবার সঙ্গে সম্পর্কিত, এবং ৩২টি ছিল মানহানির অভিযোগে।

সরকার–বিরোধী ১৮১টি কনটেন্ট–সংক্রান্ত সমস্ত অনুরোধই ইউটিউবের জন্য করা হয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ অনুরোধ এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।

গুগল জানায়, বাংলাদেশ থেকে পাঠানো অনুরোধের ৬৫ শতাংশের বেশি আইটেমে পর্যাপ্ত তথ্যের অভাব ছিল। অন্যান্য পদক্ষেপের মধ্যে—১৬.১ শতাংশ অনুরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ৯ শতাংশ কনটেন্ট আগেই মুছে ফেলা হয়েছিল, ২.৫ শতাংশ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা হয়েছে, ৩.৭ শতাংশ নীতি–ভিত্তিক নির্দেশনায় মুছে ফেলা হয়েছে, এবং ৩.৫ শতাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেন্ট খুঁজে পাওয়া যায়নি।

গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে কনটেন্ট অপসারণ করে থাকে, এবং এই সময়ে বাংলাদেশ থেকে ৬২১,৬৫৫টি ভিডিও অপসারণ করা হয়েছে। ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ জারি করেছে, যেখানে ধারা ৮ অনুযায়ী বিটিআরসি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ব্লকের অনুরোধ জানাতে পারে।

আগের আইনেও এই বিধান ছিল, তবে বর্তমান সরকার একটি নতুন শর্ত যোগ করেছে—যদি কোনো কনটেন্ট ব্লক করা হয়, তবে স্বচ্ছতার স্বার্থে সরকার সেই ব্লক করা কনটেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করবে।

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, নতুন অধ্যাদেশে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকায়, সরকার কী ধরনের সমালোচনামূলক কনটেন্ট অপসারণ করতে চায়—সেটা প্রকাশিত হলে জনগণ তা জানতে পারবে। তবে এখন পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ