Views Bangladesh Logo

জুলাই সনদ বাস্তবায়নে প্রস্তুতিমূলক মিটিং করেছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো যদি কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, তবে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেবে সে বিষয়ে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘গোটা জাতি এখন নির্বাচনের অপেক্ষায়। নির্বাচনের মঞ্চ প্রস্তুত হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব তারা যেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারে।’

তিনি আরও জানান, আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে বসে সিদ্ধান্ত নিতে বলেছেন। প্রেস সচিব বলেন, ‘তিনি স্পষ্ট করে বলেছেন, দলগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নেয়, তাহলে সরকার নিজেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’

প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে ‘আনঅফিসিয়ালি’ কিছু আলোচনা হয়েছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ