Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকার নিঃসন্দেহে নিরপেক্ষ সরকার: রিজভী

ন্তর্বর্তী সরকার ‘নিঃসন্দেহে নিরপেক্ষ সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের কাছে জনগণের প্রত্যাশা তুলে ধরে শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়বিচারেও জোর দিয়েছেন তিনি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠারও আহ্বান জানান রিজভী, যারা দেশ ও গণতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করবে।

রোববার (২৪ আগস্ট) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রিকশা ও ভ্যানচালকদের মাঝে জিয়া পরিষদের রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রশাসনে ‘ফ্যাঁসিবাদী শক্তি’ সক্রিয় রয়েছে বলেও সতর্ক করে দেন রিজভী। বলেন, ‘তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কাজ করবে’।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের এই অনুষ্ঠানে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবা সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এমতাজ হোসেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ, যেখানে তারা ন্যায়বিচার পাবে। সরকারের কিছুটা আন্তরিকতা থাকলেও মূদ্রাস্ফীতি এখনও উচ্চ, দ্রব্যমূল্য এখনো কমেনি এবং বেকারত্ব বাড়ছে’।

‘একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং কর্মসংস্থানের অভাবে দুর্ভিক্ষের লক্ষণ দেখা দেবে’- বলেন তিনি।

কর্মসংস্থান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে সতর্ক করে রিজভী বলেন, ‘যদি বেকারত্ব অব্যাহত থাকে, তাহলেও দেশ দুর্ভিক্ষের মুখোমুখি হবে’।

উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যখন সংগ্রাম করছে, তখন আপনারা আরামে জীবনযাপন করছেন। আপনারা যে কোনো জায়গায় হাঁসের মাংস খেতে পারেন; কিন্তু জনগণ তা পারে না’।

‘জুলাই সনদ’ ও নির্বাচনের আগে গণভোট আহ্বানের দাবিরও সমালোচনা করেন রিজভী।

নির্বাচন আয়োজনে শেখ হাসিনার নিরপেক্ষ সরকারের দাবি সম্পর্কে তার বিরুদ্ধে দ্বিমুখী আচরণ এবং অতীতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের অভিযোগ তোলেন রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে উস্কানিমূলক ও ধ্বংসাত্মক আন্দোলন করে ক্ষমতায় এসে নিজেই সেটি বাতিল করে দিয়েছিলেন। এই হচ্ছেন শেখ হাসিনা, যার কোনো ওয়াদা নেই, অঙ্গীকার নেই’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ