Views Bangladesh Logo

নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’র হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট। আমাদের দল থেকে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে।

রোববার নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাসীর বলেন, 'ইসির যে তালিকা রয়েছে যে প্রতীকগুলা নির্ধারণ করেছে, সেটা সংশোধনের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে, সেখানে আমরা দেখতে পেয়েছি শাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে।'

'আমরা পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়তে রেখেছি সাদা শাপলা, তৃতীয়তে রেখেছি শাপলা কলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি অন্য কোনো দল আবার এটার জন্য আবেদন করে, তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেজন্য আমরা আবেদনের মধ্যে আজকে দিয়েছি,' বলেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, 'নির্বাচন কমিশন খুব ধীরগতিতে কাজ করছে। ইলেকশনের ডামাডোল বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশন যেন সুন্দরভাবে বাস্তবায়ন হয়।'

প্রতীকের বিষয়ে তিনি বলেন, 'দেশবাসীর মধ্যে আমরা "শাপলা কলি" নিয়ে পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে আরও একধাপ এগিয়ে "শাপলা কলি" এসেছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে।'

'আমরা আহ্বান জানিয়েছি যেন দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে, আমরা যেন মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সে বিষয়টা সমাধান করতে হবে। আগামীতে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে,' বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং ৩০০ আসনে প্রার্থী দেবো। আগামীতে বিএনপি ও জামায়াতের সঙ্গে শাপলা কলি বড় ফাইটের মধ্যে থাকবে। জনতার মধ্যে ইতোমধ্যে শাপলা প্রতিষ্ঠিত হয়েছে, এর সঙ্গে কলি যোগ হচ্ছে।'

'আমরা "শাপলা কলি" নেবো। এখন কি আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। "শাপলা কলি" নিচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি আপনারা ইলেকশনের প্রস্তুতি নিন,' বলেন নাসীর।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ