Views Bangladesh Logo

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: ফখরুল

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম, ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম। এখন রাজনীতি করি। ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে এবং এর সঙ্গে দেশের সম্মান ও মর্যাদা সম্পর্কিত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এতে আমরা মনে করি আমাদের দেশকেই অপমান করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে এখনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল। এ দেশে যেসব ভালো অর্জন হয়েছে, তা বিএনপির সময়েই হয়েছে।

আন্তর্জাতিক নদীর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ