Views Bangladesh Logo

ভারতীয় দূতাবাস বন্ধের হুশিয়ারি ইনকিলাব মঞ্চের

 VB  Desk

ভিবি ডেস্ক

নকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হুশিয়ারি দিয়েছেন, সংগঠনের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের আশ্রয় দেয় বা ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত গ্রেপ্তারের বদলে গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের তথ্য সংগ্রহ না করে তাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান হাদির কোনো ক্ষতি হলে অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা তখনই বেজে যাবে। তাঁর দাবি, ছাত্র-জনতাই এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং প্রয়োজনে তারাই নামিয়ে দেবে।

এ ছাড়া তিনি জানান, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে ভারতপন্থী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ