Views Bangladesh Logo

হামলাকারীদের শাস্তি না হলে গোপালগঞ্জ অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই ঘোষণা দেন।

হাদি বলেন, 'গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা নয়। দেশের অন্য যেকোনো এলাকার মতো এই অঞ্চলকেও আওয়ামী দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা সরকারকে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে জুলাই যোদ্ধাদের ওপর হামলার দায়ীদের গ্রেফতার করা না হয়, তাহলে শুক্রবার আমরা গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ করব।'

তিনি আরও অভিযোগ করেন, 'আওয়ামী লীগের ছত্রছায়ায় এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে এবং সরকারপক্ষের উপদেষ্টা পরিষদের সদস্যরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। যারা জনগণের নিরাপত্তা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।'

বিক্ষোভে জুলাই ঐক্য আন্দোলনের সংগঠক এ.বি. জোবায়ের বলেন, 'এনসিপির কর্মসূচি ছিল আইনসিদ্ধ। অথচ পুলিশের সামনে নৃশংসভাবে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।'

তিনি গোপালগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, 'জুলাই যোদ্ধাদের ওপর আর কোনো হামলা সহ্য করা হবে না। গোপালগঞ্জের এই হামলা ছিল পরিকল্পিত চক্রান্ত, যার মাধ্যমে ‘জুলাই ঘোষণার’ অগ্রযাত্রাকে থামাতে চায় সরকার। আমরা এর জবাব দেব এবং দায়ীদের ছাড় দেওয়া হবে না।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ