Views Bangladesh Logo

শাহবাগে আবারও অবস্থান কর্মসূচি শুরু ইনকিলাব মঞ্চের

তারেক রহমানের শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগে অবস্থান কর্মসূচি পুনরায় শুরু হয়। এ সময় নেতা–কর্মীরা হাদির হত্যার বিচার দাবি করেন।

এর আগে সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়। তখন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর আবার শাহবাগে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

শুক্রবার জুমার নামাজের পর ‘অনির্দিষ্টকালের’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। রাতভর সেখানে তাদের উপস্থিতি ছিল। শাহবাগ এলাকায় এখনো বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, 'হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে। বিচার না নিয়ে আমরা ঘরে ফিরব না।'

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটি প্রথমে হত্যা চেষ্টা হিসেবে হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ