শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে শিক্ষার্থী ও সাধারণ জনতা সেখানে অবস্থান নিতে শুরু করেন। সংগঠনের পক্ষ থেকে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অবরোধ কর্মসূচিতে বলেন, খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকার ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান বলে মন্তব্য করেন তিনি।
নিজেদের কর্মসূচি সম্পর্কে আবদুল্লাহ আল জাবের বলেন, রাতভর অবস্থান চলবে এবং যতক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে