হাদির গুলিবিদ্ধের ঘটনায় ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
এরপর একই পেজ থেকে প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রতিষ্ঠানটি একটি সংকটজনক সময় পার করছে। ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হাসপাতাল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সহযোগিতায় নিয়োজিত রয়েছেন। এ অবস্থায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হতে পারে- এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবাইকে এই সংকটময় সময়ে দোয়ার আহ্বান জানানো হচ্ছে। ইনশাআল্লাহ, দ্রুতই এই পরিস্থিতি কাটিয়ে উঠে যথারীতি ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম পুনরায় চালু করা হবে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে