জুলাই আন্দোলনের অনেক মামলায় নির্দোষ মানুষও আসামি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে অনেক মামলায় নির্দোষ মানুষকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কিছু মামলায় চার্জশিট দেয়া হয়েছে, বিচার কার্যক্রম চলছে। তবে কিছু মামলায় ২০ জন আসামি হওয়ার কথা থাকলেও সেখানে ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এতে তদন্তে জটিলতা দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সচেতন আছি এবং পদক্ষেপ নিচ্ছি।
রোববার (২৭ জুলাই) বিকালে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি জানান, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যতটা অগ্রসর হওয়ার কথা ছিল, তা না হলেও বিচার কার্যক্রম এগিয়েছে। শহীদদের স্বজনরা অবশ্যই সুবিচার পাবেন।
তাছাড়া জুলাই শহীদদের নিয়ে নানা ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে শহীদ স্মৃতিস্তম্ভ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করাবে।
এসময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, গণভবনে ফ্যাসিবাদের পতনের সাড়ে ১৫ বছরের ঘটনাকে সামনে রেখে এগিয়ে চলছে কাজ। জুলাই শহীদরা যে কারণে সংগ্রাম করেছেন। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সেই চেষ্টা করা হচ্ছে ।
এদিকে, বিতর্কের মুখে জুলাই শহীদ ও আহতদের জন্য আবাসন প্রকল্পটি পাশ করা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, যেহেতু বেশ কিছু অসঙ্গতির বিষয়ে প্রশ্ন উঠেছে তাই এটি পুনর্বিবেচনা করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকার রেঞ্জের ডিআইজি রেজাউল করীম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে