Views Bangladesh Logo

আওয়ামী লীগের নিরপরাধ কর্মী–সমর্থকদের রাজনীতি করার অধিকার আছে: নুর

 VB  Desk

ভিবি ডেস্ক

ণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ কর্মী–সমর্থক যারা অন্যায় করেনি, তাদের রাজনীতি করার অধিকার আছে।

নুরুল হক নুর বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই—দেশে অবস্থানগতভাবে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী যারা জনগণের প্রতি অন্যায় করেনি, জুলুম–নিপীড়ন চালায়নি, কারও বাড়িঘর দখল করেনি—তারা যেন সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত থাকে।’

বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে হবিগঞ্জ–৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি ভালো লাগলে বিএনপিতে, জামায়াত ভালো লাগলে জামায়াতে, গণঅধিকার পরিষদ ভালো লাগলে গণঅধিকার পরিষদে, এনসিপি ভালো লাগলে এনসিপিতে যাক—মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে। যারা ভালো মানুষ, তাদের রাজনীতি করার অধিকার রয়েছে।’

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনকে ঘিরে কারও সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে।'

তবে তিনি অভিযোগ করেন, 'মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ